সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

চরজব্বার থানার বিদায়ী ওসি শাহীন মিয়াকে সুবর্ণচর প্রেস ক্লাবের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ ডিসেম্বর, ২০২৫ ১০:৩২

শেয়ার

চরজব্বার থানার বিদায়ী ওসি শাহীন মিয়াকে সুবর্ণচর প্রেস ক্লাবের সংবর্ধনা
ছবি: সংগৃহীত

সুবর্ণচর প্রেস ক্লাব তাদের সাম্প্রতিক নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষা ও সার্বিক সহযোগিতার স্বীকৃতিস্বরূপ চরজব্বার থানার বিদায়ী ওসি জনাব শাহীন মিয়াকে বিদায়ী সংবর্ধনা প্রদান করেছে। শনিবার সন্ধ্যায় প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্য উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দায়িত্ব পালনকালে ওসি শাহীন মিয়া পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে কাজ করে এলাকার মানুষের আস্থা অর্জন করেছেন। তার নেতৃত্বে সুবর্ণচর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুসংহত রাখতে প্রেস ক্লাবসহ বিভিন্ন স্থানীয় মহল প্রয়োজনীয় সহায়তা পেয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রেস ক্লাবের পক্ষ থেকে বিদায়ী ওসিকে স্মারক উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষে সুবর্ণচর প্রেস ক্লাব নেতৃবৃন্দ তার সুস্বাস্থ্য, সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।



আরও পড়ুন:

banner close
banner close