সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

টঙ্গীতে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও শারীরিক চিকিৎসা সেবা প্রদান

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ৭ ডিসেম্বর, ২০২৫ ০০:৩৬

শেয়ার

টঙ্গীতে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও শারীরিক চিকিৎসা সেবা প্রদান
ছবি: বাংলা এডিশন

গাজীপুরের টঙ্গীতে স্থানীয় জনগণের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও শারীরিক চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত টঙ্গী আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে লায়ন ক্লাব অব ঢাকা ডায়নামিক সিটির উদ্যোগে এই স্বাস্থ্যসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ডা. নাজিম উদ্দিন আহমেদ ও ডা. নাজনিন আহমেদ শায়লা এবং স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপি'র সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথীসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

স্বাস্থ্যসেবার এই ক্যাম্পে বিভিন্ন বয়সী শতাধিক মানুষ চোখের দৃষ্টি পরীক্ষা, চোখের রোগ শনাক্তকরণসহ প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ গ্রহণ করেন। পাশাপাশি সাধারণ শারীরিক সমস্যার জন্যও বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে সেবা প্রদান করেন।

এ সময় সরকার জাবেদ আহমেদ সুমন বলেন,নিম্নআয়ের মানুষের কথা বিবেচনা করে নিয়মিতভাবে এমন স্বাস্থ্যসেবা কার্যক্রম আয়োজন করা হচ্ছে, যেন এলাকাবাসী সহজে চিকিৎসা পেতে পারেন।



আরও পড়ুন:

banner close
banner close