বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ঢাকা–১৮ আসনবাসীর সম্মিলিত উদ্যোগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সাধারণ মানুষ এই আয়োজনে উপস্থিত ছিলেন।
শনিবার বিকালে উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে এ দোয়ার আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, দেশনেত্রী খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন,তিনি গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতীক। তাঁর সুস্থতা দেশের সকল গণতন্ত্রকামী মানুষের প্রত্যাশা।
এ সময় ঢাকা–১৮ আসনে বিএনপি'র মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি'র আহ্বায়ক ফুটবলার আমিনুল হক।
আরও পড়ুন:








