মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

কুমিল্লা'য় ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক আটক

কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি

প্রকাশিত: ৬ ডিসেম্বর, ২০২৫ ২২:৫৭

আপডেট: ৬ ডিসেম্বর, ২০২৫ ২৩:০২

শেয়ার

কুমিল্লা'য় ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক আটক
ছবি: বাংলা এডিশন

কুমিল্লা দেবিদ্ধার উপজেলার ছয়ঘরিয়া(দক্ষিণ নারায়ন) গ্রামে ৬০ বছরের কলিমুননেচ্ছা(ছদ্মনাম) নামের এক বৃদ্ধাকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার(৬ ডিসেম্বর) রাত ৮টায় ধর্ষণের অভিযোগ পাওয়ার সাথে সাথে ধর্ষণকারী ফয়সালকে আটক করা হয়।

ছয়ঘরিয়া(দক্ষিণ নারায়ন) গ্রামের স্থানীয়রা জানান, ৪ ডিসেম্বর(বৃহস্পতিবার)রাত সাড়ে ১১টায় কলিমুননেচ্ছা(ছদ্মনাম) তাহার বসত ঘরে একা ঘুমন্ত অবস্থায় ছিল। ভিকটিম কলিমুননেচ্ছা(ছদ্দনাম) একা ঘরে থাকার সুবাদে নানা কৌশল অবলম্বন করে ধর্ষণকারী জাফরগন্জ ইউনিয়নের ছয়গরিয়া গ্রামের জিয়া মিয়ার পুত্র ফয়সাল(২০) তাহার ঘরে প্রবেশ করে জোড় পূর্বক ভিকটিমকে ধর্ষণ করে। ধর্ষন করার সময় ভিকটিম কলিমুননেচ্ছা(ছদ্মনাম)কে ফয়সাল বলে যে,কোন প্রকার শোর চিৎকার করিলে জীবনের তরে শেষ করিয়া ফেলিবো। এ কথা বলে ধর্ষণকারী ঘটনাস্থল ত্যাগ করে অন্যত্র চলে যায়।

পরবর্তীতে ভিকটিম কলিমুননেচ্ছা(ছদ্মনাম) এলাকার সর্দার মাতব্বর কে বিষয়টি জানাইলে থানায় মামলা করার পরামর্শ দেন।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয়রা ধর্ষণকারী ফয়সাল(২০) কে হাতে নাতে আটক করে। দেবিদ্বার থানা পুলিশের নিকট সোপর্দ করে থাকে।

ধর্ষণের ঘটনার বিষয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ( তদন্ত) মইন উদ্দিন বাংলা এডিশনকে জানান, ভিকটিমের অভিযোগ ও ঘটনার সত্যতা প্রাথমিক প্রমানিত হওয়ায় ফয়সালের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয় এবং মামলা রুজু হওয়ার পর এলাকাবাসীর সহযোগিতায় মোবাইল টিমের এসআই মোহাম্মদ পাভেল সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ধর্ষক ফয়সাল(২০) কে আটক করা হয়।

রবিবার সকাল ১১টায় আদালতের মাধ্যমে ফয়সালকে কুমিল্লা কারাগারে প্রেরণ করা হবে।



আরও পড়ুন:

banner close
banner close