ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ৪৫ বোতল ভারতীয় মদসহ দুই জন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছেন।
এসময় তাদের ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়েছে।
আজ শনিবার বেলা ১১ টায় জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর থানাধীন শিবপুর ইউনিয়নের ইসলামপুর এলাকা থেকে তাদের আটক করেন।
উদ্ধারকৃত মাদক উপস্থিত স্বাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ করা হয় বলে জানা যায়৷
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মৃত কালু মিয়ার ছেলে মোস্তফা মিয়া (৪০)। অপরজন হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উলচাপাড়া গ্রামের অহিদ মিয়ার ছেলে উজ্জ্বল মিয়া (৩৫)।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন:








