গাইবান্ধায় ড্রাম ট্রাকের সাথে মোটরসাইকেলের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে নাজিম মিয়া (৩০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের নারায়ণপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নাজিম মিয়ার বাড়ি সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের পাকুরতলা গ্রামে। তিনি সাদুল্লাপুর থেকে মোটরসাইকেলযোগে গাইবান্ধার দিকে আসছিলেন।
স্থানীয়রা জানান, দ্রুতগতির গাইবান্ধা-সাদুল্লাপুরগামী একটি ড্রাম ট্রাকের সাথে নাজিম মিয়ার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত গাইবান্ধা সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাইবান্ধা সদর থানার এস আই দুলাল বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত যুবকের পরিচয় নিশ্চিত করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই ঘাতক ড্রাম ট্রাকটি পালিয়ে যাওয়ায় এখনও এর শনাক্ত তথ্য পাওয়া যায়নি।
আরও পড়ুন:








