সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

খুলনা-১ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল

ইমাম হোসেন সুমন (খুলনা) প্রতিনিধি

প্রকাশিত: ৬ ডিসেম্বর, ২০২৫ ১৯:৩৬

শেয়ার

খুলনা-১ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
ছবি: বাংলা এডিশন

খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল করেছে স্থানীয় নেতাকর্মীরা। তারা দাবি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা জিয়াউর রহমান পাপুলকে এ আসনে মনোনীত করার জন্য।

শনিবার বিকেল ৫টায় নগরীর সাচিবুনিয়া বিশ্ব রোড মোড় থেকে মিছিলটি শুরু হয়ে জিরো পয়েন্টে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে দাকোপ-বটিয়াঘাটা দুই উপজেলার বিভিন্ন ইউনিটের শত শত নেতা-কর্মী অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা এবং ৯০’র স্বৈরাচার বিরোধী আন্দোলনের সম্মুখসারির যোদ্ধা জিয়াউর রহমান পাপুল দাকোপ-বটিয়াঘাটায় জনপ্রিয় একজন ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তিনি ইতোমধ্যে এ অঞ্চলের মানুষের মনিকোঠায় স্থান করে নিয়েছেন।

বক্তারা আরও বলেন, সনাতন সম্প্রদায়ের মানুষও তাকে সাদরে গ্রহণ করেছে। যোগ্যতা, গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তার ভিত্তিতে পাপুলকেই খুলনা-১ আসনে মনোনয়ন দেওয়া উচিত বলে দাবি জানান তারা। এ সময় কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি মনোনয়ন পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়।

মিছিলে যোগদানের আগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপস্থিত ছিলেনÍখুলনা জেলা বিএনপির সদস্য জিএম রফিকুল হাসান, মনিরুজ্জামান লেলিন, আসাফুর রহমান পাইলট, বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীম, ২৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম, জলমা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আসাবুর রহমান হাওলাদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনো, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুম বিল্লাহ, বটিয়াঘাটা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন লিটন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাকিল হুসাইন, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা নুপুরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ ছাড়া বালিয়াডাঙ্গা, সুরখালি, আমিরপুর, ভান্ডারকোট, সদর ও গঙ্গারামপুর ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও গণমিছিলে অংশ নেন।

উল্লেখ্য, গত ২ নভেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারাদেশে ২৩৬ আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন। তবে সে সময় খুলনার ছয়টি আসনের মধ্যে পাঁচটির নাম প্রকাশ করা হলেও খুলনা-১ আসনটি স্থগিত রাখা হয়। পরে ৪ ডিসেম্বর এ আসনে আমীর এজাজ খানের নাম ঘোষণা করা হলে পাপুলের সমর্থকরা মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে এ গণমিছিল আয়োজন করেন।



banner close
banner close