সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

সিরাজগঞ্জে বিএনপি মনোনীত এম আকবর আলীর প্রার্থীতা বাতিলের দাবিতে বিক্ষোভ

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৬ ডিসেম্বর, ২০২৫ ১৯:৩৩

শেয়ার

সিরাজগঞ্জে বিএনপি মনোনীত এম আকবর আলীর প্রার্থীতা বাতিলের দাবিতে বিক্ষোভ
ছবি: বাংলা এডিশন

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম আকবর আলীর মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে দলটির একাংশের নেতাকর্মীরা। শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে উল্লাপাড়া পৌরসদরের থানামোড় এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের একাংশের নেতাকর্মীরা অংশ নেন বিক্ষোভে। এর আগে উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজাদের বাসভবনে সংবাদ সম্মেলন করে এম আকবর আলীর মনোনয়ন বাতিলের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রাজ্জাক, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোন্তাজ আলী, জেলা যুবদলের সদস্য আকরাম হোসেন, পৌর যুবদলের সদস্যসচিব মেহেদী হাসান এবং উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মাসুদ সবুজ।

নেতারা অভিযোগ করেন, বয়সজনিত কারণে এম আকবর আলী কার্যকরভাবে নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না। তারা আরও বলেন, দীর্ঘ সময় তিনি তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখেননি। মনোনয়ন প্রক্রিয়ায় তৃণমূলকে উপেক্ষা করা হয়েছে বলেও অভিযোগ উঠে। পাশাপাশি প্রতিদ্বন্দ্বী হিসেবে জামায়াতে ইসলামীর প্রার্থীকে মোকাবিলার মতো সক্ষমতা এই আসনে এম আকবর আলীর নেই বলেও দাবি করেন বক্তারা।

কর্মসূচিতে উপজেলা ও পৌর বিএনপি, বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্টমিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।



banner close
banner close