মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ০ পৌষ, ১৪৩২

টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিদ্যুৎ কর্মকর্তার মৃত্যু

টঙ্গী প্রতিনিধি

প্রকাশিত: ৬ ডিসেম্বর, ২০২৫ ১৪:১০

শেয়ার

টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিদ্যুৎ কর্মকর্তার মৃত্যু
ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিদ্যুৎ কর্মকর্তার মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিদ্দিকুর রহমান (৫৭) নামে এক বিদ্যুৎ কর্মকর্তার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সকালে বিআরটি প্রকল্পের উড়াল সড়কের টঙ্গী বাজার বাটাগেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সিদ্দিকুর রহমান বরিশাল জেলার বাবুগঞ্জ থানার মৃত ইসমাইল ফকিরের ছেলে। তিনি টঙ্গীর মধুমিতা এলাকার আপন নীড় ভাড়া বাসায় পরিবারসহ বসবাস করতেন। তিনি ঢাকার কেরানীগঞ্জ এলাকায় বিদ্যুৎ বিভাগে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিদ্দিকুর রহমান সকালে অফিসে যোগ দিতে বাসা থেকে বের হয়ে উড়াল সড়কে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এসময় একদল ছিনতাইকারী তার কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। এতে ছিনতাইকারীরা ক্ষুব্ধ হয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

টঙ্গী পূর্ব থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. আতিকুর রহমান জানান, নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের অভিযান চলছে।



আরও পড়ুন:

banner close
banner close