মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ০ পৌষ, ১৪৩২

বগুড়ায় চার হাজার পিচ ইয়াবাসহ দুই মাদককারবারী গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ৬ ডিসেম্বর, ২০২৫ ১৩:১৫

শেয়ার

বগুড়ায় চার হাজার পিচ ইয়াবাসহ দুই মাদককারবারী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

বগুড়ায় চার হাজার পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ( ডিএনসি) সদস্যরা। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন

বগুড়ার সোনাতলা উপজেলার শালিখা গ্রামের মুনজুল হক (৪৫)ও কক্সবাজার জেলার টেকনাফ উপজেলা মহেষ খালিয়াপাড়ার মনির আহমদ(৪৬)।

শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে যাত্রীবাহী বাস থেকে চার হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

শনিবার সকালে এতথ্য নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান।

তিনি জানান, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বগুড়ার মোকামতলা - সোনাতলা রাস্তায় শিবগঞ্জ উপজেলার সাব্বিজান মোড়ে পুলিশ বক্সের সামনে সোনাতলা গামী যাত্রীবাহী বাস তল্লাশী করা হয়।এসময় বাসযাত্রী মুনজুল হককে আটক করে তার জ্যাকেটের পকেট থেকে দুই হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

এর আগে শুক্রবার বিকেল ৪টার দিকে ঢাকা- বগুড়া মহাসড়কে শাজাহানপুর উপজেলার বেতগাড়ী এলাকায় বগুড়াগামী যাত্রীবাহী বাস তল্লাশী করে যাত্রী মনির আহমেদকে(৪৬) আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে প্যান্টের পকেটে দুই হাজার পিচ ইয়াবা পাওয়া যায়।

মাদকদ্রব্য অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উপ- পরিচালক জিললুর রহমান বলেন,গ্রেপ্তার দুইজনের নামে বগুড়ার শিবগঞ্জ ও শাজাহানপুর থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।



আরও পড়ুন:

banner close
banner close