টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সদস্য হিমেল বক্স বলেন, মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালাচ্ছে।
ছাত্রদল নেতা হিমেল বক্স বলেন, টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব আলাউদ্দিন সুমনের ছত্রচ্ছায়ায় ছাত্রলীগের মো. জুয়েল কলেজ ক্যাম্পাসে মাদক সেবন, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসার চেষ্টা করে। কলেজ শাখা ছাত্রদল এতে বাধা দিলে ক্ষিপ্ত হয়ে আহ্বায়ক ও আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
তিনি আরও বলেন, গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় টঙ্গী পূর্ব থানাধীন মরকুন তিস্তা গেট এলাকায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের খোঁজ নিতে যাওয়ার পথে জুয়েল মদ্যপ অবস্থায় আহ্বায়ক মেহেদী হাসান আরিফের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে। এ সময় সামান্য বিশৃঙ্খলা সৃষ্টি হলে আহ্বায়ক উভয়কে সেখান থেকে সরিয়ে দেন। পরে তারা ঘটনাস্থল ত্যাগ করেন। কিছুক্ষণ পর জানতে পারেন মিথ্যা তথ্য দিয়ে তাদের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
তিনি অভিযোগের তীব্র নিন্দা জানিয়ে সঠিক তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ঘটনা সম্পর্কে জানতে মো. জুয়েলের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে কলেজ ছাত্রদলের সদস্য সচিব আলাউদ্দিন সুমন বলেন, জুয়েল আহ্বায়ক কমিটির সদস্য এবং আমার সঙ্গেই রাজনীতি করে। সে আগের ছাত্রলীগ করতেই পারে, কিংবা কেউ তাকে জোর করে ছাত্রলীগে যুক্ত করেছে—এমনও হতে পারে। তিনি আরও জানান, দুই–তিন মাস আগে জুয়েলের মাদক সেবনের একটি ভিডিও তার হাতে এলে এরপর থেকেই তিনি জুয়েলের সঙ্গে দূরত্ব বজায় রাখছেন।
টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান আরিফ বলেন, অভিযোগকারী জুয়েল ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিল এবং কলেজ শাখা ছাত্রদলের কমিটির সদস্য নন। হিমেল ও জুয়েলের কথাকাটাকাটি থেকে সামান্য ভুল বোঝাবুঝি হলেও জুয়েল বিষয়টিকে বিকৃত করে অপপ্রচার চালাচ্ছে, যা টঙ্গী কলেজ ছাত্রদলের সুনামের জন্য ক্ষতিকর। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।
গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন বলেন, বিষয়টি আমরা সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে জেনেছি। ভুক্তভোগী কেউ আমাকে অবহিত করেনি, তথাপি আমি ও আমার সভাপতি দুপক্ষের সঙ্গেই কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করছি।
গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন:








