চুয়াডাঙ্গায় ক্রমেই শীত বাড়ায় বড় প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। বিশেষ করে রিকশাচালক ও নিম্নআয়ের মানুষের কষ্ট আরও তীব্র আকার ধারণ করেছে। হিমেল বাতাসে চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা ধীরে ধীরে বাড়ছে।
শনিবার সকাল নয়টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা নেমেছে ১১ দশমিক আট ডিগ্রিতে। বাতাসের আদ্রতা শতকরা ৮১ ভাগ। সকাল ছয়টায় ছিল ১২ ডিগ্রি।
শুক্রবার চুয়াডাঙ্গার তাপমাত্রা ছিল ১২দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস।
উত্তর দিক থেকে বয়ে আসা কনকনে হিমেল বাতাসের কারণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। কর্মজীবী মানুষ থেকে শুরু করে খেটে-খাওয়া মানুষেরা সবাই পড়ছেন চরম ভোগান্তিতে। অপরদিকে সকালে সূর্যের দেখা মিললেও হিমেল বাতাসে শীতের তীব্রতা বাড়ছে। বিশেষ করে সন্ধ্যা ও সকালে শীত অনুভূত অনেক বেশি হচ্ছে ।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, সকাল ৬টায় রেকর্ড করা ১২ ডিগ্রি সেলসিয়াসই এ মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ, যা শীতের অনুভূতিকে আরও তীব্র করে তুলেছে।
আরও পড়ুন:








