শনিবার

৬ ডিসেম্বর, ২০২৫ ২১ অগ্রহায়ণ, ১৪৩২

টাঙ্গাইলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ‘নফল রোজা’ করলেন বিএনপি নেতাকর্মীরা

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ৫ ডিসেম্বর, ২০২৫ ১৯:৪৭

আপডেট: ৫ ডিসেম্বর, ২০২৫ ১৯:৪৯

শেয়ার

টাঙ্গাইলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ‘নফল রোজা’ করলেন বিএনপি নেতাকর্মীরা
ছবি: বাংলা এডিশন

টাঙ্গাইলের ধনবাড়ীতে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং সুস্থতা কামনায় নফল রোজা করেছেন বিএনপির নেতাকর্মীরা। এ উপলক্ষে শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য ও দলীয় মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মোহাম্মদ আলী।

ধনবাড়ী পৌর শহরের মোহাম্মদ আলীর দলীয় কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরে ধনবাড়ী সরকারি কলেজ মাঠে ইফতার সামগ্রী বিতরণ করেন তিনি। এর আগে বিকাল থেকে মোহাম্মদ কর্মী-সমর্থকরা দলে দলে তার কার্যালয়ে এসে সমবেত হন। পরে সেখানে আলোচনা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অ্যাডভোকেট মোহাম্মদ আলী বলেন— ফ্যাসিস্ট হাসিনা নেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা অপরাধে জেলে নির্যাতনের মাধ্যমে তীলে তীলে মৃত্যুর দিকে নিয়ে যায়। যার কারণর নেত্রী আজ অসুস্থ। তাই তার দ্রুত সুস্থতা কামনায় আমরা মধুপুর-ধনবাড়ী উপজেলাবাসী নফল রোজা রেখেছি এবং তার জন্য সকলে দোয়া করেছি।

দল স্থানীয় সন্তানকে মূল্যায়ন করবেন জানিয়ে বিএনপির এই নেতা অভিযোগ করে আরও বলেন— ধনবাড়ী সরকারি কলেজ মাঠে আমরা নেত্রীর জন্য দোয়া মাহফিলের আয়োজন করতে চেয়েছিলাম। কিন্তু তারা আমাদের এ অনুষ্ঠানে করতে দেয়নি। এর পরবর্তীতে এমন বাধা সৃষ্টি না করার আহবান জানান তিনি।

এ সময় ধনবাড়ী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আইন উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির ছিলেন— অ্যাডভোকেট মোহাম্মদ আলী। বক্তব্য দেন ধনবাড়ী উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক রেজাউল করিম, সাবেক জিএস মামুনুর রশীদ টিয়া, সাবেক সদস্য খলিল মাস্টার, মধুপুর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি জয়নাল আবেদীন খান বাবলু প্রমুখ।

উল্লেখ্য, টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম (স্বপন ফকির)। মনোনয়ন ঘোষণার পর থেকেই স্বপন ফকিরের মনোনয়ন বাতিলের দাবিতে বিভিন্ন সময় কর্মসূচি পালন করছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী ও তার নেতাকর্মী-সমর্থকরা।



banner close
banner close