শনিবার

৬ ডিসেম্বর, ২০২৫ ২১ অগ্রহায়ণ, ১৪৩২

বগুড়া-৭ জামায়াতের নির্বাচনী প্রধান কার্যালয় উদ্বোধন

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ৫ ডিসেম্বর, ২০২৫ ১৮:৩০

শেয়ার

বগুড়া-৭  জামায়াতের নির্বাচনী প্রধান কার্যালয় উদ্বোধন
ছবি: বাংলা এডিশন

বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী প্রধান কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে প্রধান অতিথি হিসেবে বগুড়া-৭ আসনের জামায়াত ইসলামীর প্রার্থী গোলাম রব্বানী কার্যালয়টি উদ্বোধন করেন।

উদ্বোধনকালে তিনি বলেন, আজ এই নির্বাচনী প্রধান কার্যালয়ের উদ্বোধনের মাধ্যমে আমরা আমাদের সংগঠিত প্রচারণা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করলাম। এই অফিস হবে জনগণের সঙ্গে যোগাযোগ, সেবা ও পরামর্শের কেন্দ্রবিন্দু। এখান থেকেই আমরা আল্লাহর উপর ভরসা করে শান্তিপূর্ণ, স্বচ্ছ ও নৈতিক নির্বাচনের লক্ষ্যে কাজ পরিচালনা করবো। এলাকার সর্বস্তরের জনগণকে এই কার্যালয়ে এসে মতামত ও সহযোগিতা দেওয়ার আহ্বান জানাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, শাজাহানপুর উপজেলা জামায়াতের সাবেক আমীর আব্দুল লতিফ বাবু, কর্মপরিষদ সদস্য অধ্যাপক গাজীউর রহমান, ইউনিয়ন আমীর আমজাদ হোসেনসহ শতাধিক নেতাকর্মী।



banner close
banner close