বাংলাদেশে আর পাথর মেরে মানুষ হত্যার রাজনীতি চলবে না এবং চলতে দেওয়া হবেনা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) রাতে পাবনার সাঁথিয়ায় জামায়াতে ইসলামীর ছাত্র ও যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, জুলাই আন্দোলনের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে আমুল পরিবর্তন হওয়ার কথা ছিল। কিন্তু বিশেষ একটি মহলের মধ্যে কোন পরিবর্তন আসেনি। কেউ কেউ জুলাইকে ৭১ এর মত ব্যবসায়ীক কার্ড হিসেবে ব্যবহার করছে। জুলাই আন্দোলনকে ক্রেডিটের রাজনীতি করতে গিয়ে জুলাইয়ের স্পিরিটকে তারা হারিয়ে ফেলছে। জুলাইকে তারা বিক্রি করে কোটি কোটি টাকা কামাই করতেছে। আজকে সচিবালয়ে, মন্ত্রনালয়গুলোতে যান সেখানে এখনো দুর্নীতি বন্ধ হয়নি। এজন্য কি শহীদরা জীবন দিয়েছে? এজন্য কি শহীদ পরিবারে আজও কান্না চলছে?
তিনি আরও বলেন, জুলাইয়ের পর আবার বাংলাদেশে দুর্নীতি চলবে এটা হবে না, এটা হতে দেওয়া যাবেনা। বাংলাদেশে আর কোন সন্ত্রাসবাদ চলবে না, আর চাঁদাবাজির রাজনীতি চলবে না, দুর্নীতির রাজনীতি চলবে না, মানুষ হত্যার রাজনীতিও চলবে না। পাথর মেরে মানুষ হত্যা করা এ রাজনীতিও চলবে না। সিলেট থেকে পাথর নিয়ে খেয়ে ফেলবেন এ রাজনীতি আর চলবে না।
এসময় তিনি আরও বলেন, আমরা চাই কাঁদা ছোড়াছুরির রাজনীতি বন্ধ হোক। আপনি নিজস্ব রাজনৈতিক এজেন্ডা নিয়ে হাজির হোন। দেশের মানুষের জন্য কি করবেন সেটা নিয়ে হাজির হোন। এখন থেকে বাংলাদেশে সৎ মানুষের রাজনীতি চলবে।
আরও পড়ুন:








