মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ০ পৌষ, ১৪৩২

এনসিপির নতুন কমিটি বাতিলের দাবিতে বান্দরবানে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ ডিসেম্বর, ২০২৫ ১৭:১৪

শেয়ার

এনসিপির নতুন কমিটি বাতিলের দাবিতে বান্দরবানে সংবাদ সম্মেলন
ছবি: বাংলা এডিশন

প্রকৃত ত্যাগীদের অবমূল্যায়ন করে প্রহসনমূলক পকেট কমিটি বাতিলের দাবিতে বান্দরবানে সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর নেতৃবৃন্দরা।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল ৩টায় বান্দরবানের একটি রেস্টুরেন্টে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর বান্দরবান জেলার বিভিন্ন নেতাকর্মীরা জড়ো হয়ে এই সংবাদ সম্মেলন করে।

এসময় সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর বান্দরবান জেলার সাবেক প্রধান সমন্বয়কারী শহীদুর রহমান সোহেল অভিযোগ করে বলেন, বান্দরবানে জুলাই আন্দোলনের প্রকৃত ত্যাগীদের অবমূল্যায়ন করে নতুনভাবে প্রহসনমূলক একটি পকেট কমিটি করা হয়েছে যা আমরা মানি না। এই নতুন কমিটির সদস্য সচিবের নামে বর্তমানে মামলা চলমান রয়েছে আর নতুন কমিটিতে প্রকৃত জুলাই যোদ্ধারা বাদ পড়েছে।

এসময় তিনি দ্রুত এই নতুন ঘোষনাকৃত কমিটি বাতিল করার জন্য আবেদন জানান অন্যথায় বান্দরবান জেলার সকল এনসিপির নেতৃবৃন্দ একযোগে পদত্যাগ করার ঘোষণা প্রদান করেন।

এসময় সাবেক কমিটির যুগ্ম সমন্বয়কারী তপন মারমা, খালেদ মোশাররফ হোসেন মাসুদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ‌্য, গতকাল বৃহষ্প‌তিবার (৪ডি‌সেম্বর) এন‌সি‌পির মূখ‌্য সংগঠক (দ‌ক্ষিনাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ও সদস‌্য স‌চিব আখতার হো‌সেন ৬মা‌সের জন‌্য জেলার আহ্বায়ক ও সদস‌্য স‌চিবসহ ৮৯সদস‌্য বি‌শিষ্ট নতুন আহ্বায়ক ক‌মি‌টির অনু‌মোদন দেয়।



আরও পড়ুন:

banner close
banner close