বান্দরবানে নতুন এনসিপির আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষ্যে জুলাই শহীদদের স্মরণে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে
পুস্পস্তবক অর্পন করেন এনসিপির জেলা আহ্বায়ক মংসা প্রু (চৌধুরী) ও সদস্য সচিব মোহাম্মদ এরফানুল হক।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকালে বান্দরবান জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে তারা এ পুস্পস্তবক অর্পন করেন।
পুষ্পস্তবক অর্পনের পর নবগঠিত কমিটির আহবায়ক মং সা প্রু (চৌধুরী) এবং সদস্য সচিব মোহাম্মদ এরফানুল হক নবনির্বাচিত নেতৃবৃন্দদেরকে শুভেচ্ছা জানান। এ সময় তারা খুব দ্রুত সময়ের মধ্যে বান্দরবানের সকল থানা এবং ইউনিয়নে কমিটি গঠনের কাজ শুরু করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
পুষ্পস্তবক অর্পনের সময় নবগঠিত আহবায়ক কমিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গতকাল বৃহষ্পতিবার (৪ডিসেম্বর) এনসিপির মূখ্য সংগঠক (দক্ষিনাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আখতার হোসেন ৬মাসের জন্য জেলার আহ্বায়ক ও সদস্য সচিবসহ ৮৯সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়।
আরও পড়ুন:








