চট্টগ্রামের বাঁশখালীর সরকারি আলাওল কলেজে ক্লাস চলাকালীন হলরুমে ঢুকে ছাত্রদলের লিফলেট বিতরণের ঘটনায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে কলেজের ৪র্থ পিরিয়ডে এ ঘটনা ঘটে।
অভিযোগ উঠে- সরকারি আলাওল কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আকিবুল ইসলামের নেতৃত্বে ৫-৬ জনের একটি দল বিনা অনুমতিতে ক্লাসরুমে প্রবেশ করে বিএনপি ঘোষিত ৩১ দফা লিফলেট বিতরণ করেন এবং পাঠদানরত শিক্ষকের সঙ্গে ছবি তুলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। এ সময় ইংরেজি বিভাগের প্রভাষক নেওয়াজ মোহাম্মদ হিরো ক্লাস নিচ্ছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, 'আমরা নিয়মিত ক্লাস করছিলাম। হঠাৎ কয়েকজন ছাত্রদলকর্মী এসে লিফলেট বিতরণ শুরু করেন। স্যারকে নিয়ে ছবিও তুলেন। স্যার বারবার বলছিলেন- ক্লাস শেষে বা বাইরে বিতরণ করুন, কিন্তু তারা কারও কথা শুনেননি।'
প্রভাষক নেওয়াজ মোহাম্মদ হিরো বলেন, 'আমি ৪র্থ পিরিয়ডে ইংরেজির ক্লাস নিচ্ছিলাম। তখন কয়েকজন ছাত্র লিফলেট হাতে নিয়ে ক্লাসে ঢুকে পড়ে। আমি স্পষ্টভাবে বলেছিলাম- ক্লাস চলছে, বাইরে বা ক্লাস শেষে লিফলেট দিন। কিন্তু তারা আমার কথায় সাড়া না দিয়ে ক্লাসরুমেই লিফলেট বিতরণ করে।'
সরকারি আলাওল কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আকিবুল ইসলাম বলেন, 'আমরা কোনো অন্যায় করিনি। বিএনপির ৩১ দফার লিফলেটই বিতরণ করেছি। আমরা স্যারের অনুমতি নিয়েই ক্লাসে ঢুকেছি। লিফলেট বিতরণ করা তো অন্যায় নয়।'
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফরহাদুল ইসলাম বলেন, 'ক্লাস চলাকালীন বা শিক্ষার পরিবেশে ব্যাঘাত ঘটিয়ে লিফলেট বিতরণ করা আমাদের নির্দেশনার মধ্যে নেই। এ ধরনের নির্দেশনা কখনো দেওয়া হয়নি। ঘটনার বিষয়ে আমি অবগত নই- খোঁজ নিচ্ছি।'
সরকারি আলাওল কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ফজলে এলাহী 'বাংলা এডিশন' কে বলেন, 'আমি বর্তমানে ছুটিতে আছি। ক্লাস চলাকালীন পাঠদান ব্যাহত করে কোনো ধরনের প্রচারণা কাম্য নয়। ক্লাসের বাইরে ব্যক্তি স্বাধীনতায় যে কেউ মত প্রকাশ করতে পারেন। তবে ক্লাস চলাকালীন হলে ঢুকে লিফলেট বিতরণ করা অত্যন্ত দুঃখজনক। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।'
আরও পড়ুন:








