বৃহস্পতিবার

৪ ডিসেম্বর, ২০২৫ ২০ অগ্রহায়ণ, ১৪৩২

চট্টগ্রামে আট দলের বিভাগীয় সমাবেশ শুক্রবার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ ডিসেম্বর, ২০২৫ ২১:১১

শেয়ার

চট্টগ্রামে আট দলের বিভাগীয় সমাবেশ শুক্রবার
সংগৃহীত ছবি

পাঁচ দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা আট দলের চট্টগ্রামের বিভাগীয় সমাবেশ আগামীকাল শুক্রবার। এদিন বিকেলে নগরীর লালদিঘি মাঠে এ সমাবেশ হওয়ার কথা রয়েছে।

এ সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, জাগপার সহসভাপতি রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির হাবীবুল্লাহ মিয়াজী ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এ কে এম আনোয়ারুল ইসলাম চান বক্তব্য দেবেন বলে জানা গেছে।

তাদের পাঁচ দাবির মধ্যে রয়েছে— সংসদ নির্বাচনের আগেই গণভোট আয়োজন; আগামী জাতীয় নির্বাচনে উভয়কক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু; অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন; আওয়ামী লীগ সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।



banner close
banner close