বৃহস্পতিবার

৪ ডিসেম্বর, ২০২৫ ২০ অগ্রহায়ণ, ১৪৩২

পটুয়াখালীতে অটো ছিনতাই আন্তজেলা ছিনতাইকারী চক্রের সাত সদস্য গ্রেপ্তার

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ৪ ডিসেম্বর, ২০২৫ ২০:০১

শেয়ার

পটুয়াখালীতে অটো ছিনতাই আন্তজেলা ছিনতাইকারী চক্রের সাত সদস্য গ্রেপ্তার
ছবি: বাংলা এডিশন

পটুয়াখালীর মহিপুরে অটো ছিনতাইয়ের ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও মহিপুর থানা পুলিশের যৌথ অভিযানে পটুয়াখালী ও বরিশালের বিভিন্ন এলাকা থেকে তাঁদের আটক করা হয়। উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া চারটি অটোগাড়ি।

পুলিশ জানিয়েছে, গত ১ ডিসেম্বর ভোর সাড়ে ৩টার দিকে লতাচাপলী ইউনিয়নের মম্বিপাড়া নতুন বাজার বেড়িবাঁধ এলাকায় ট্যুরিস্ট সেজে অটোচালক মুছাকে ডেকে নেওয়া হয়। সেখানে তাঁকে মারধর ও ছুরিকাঘাত করে গুরুতর জখম অবস্থায় ফেলে রেখে তাঁর চালানো বোরাক অটোগাড়ি ছিনতাই করে পালিয়ে যায় একদল ব্যক্তি। ঘটনার পর মহিপুর থানায় মামলা হলে সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করে পুলিশ ছিনতাইকারীদের শনাক্ত করে।

পরের দিন ২ ডিসেম্বর দিনভর অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কৃতরা হলো—নাসির হাওলাদার, শাহীন হাওলাদার, জাকির হোসেন গাজী, লিটন আকন, জসিম হাওলাদার, আবুল বাশার ও রাহাত হাওলাদার।

পুলিশ বলছে, তাঁরা আন্তজেলা ছিনতাইচক্রের সদস্য। চক্রটি পটুয়াখালী–বরিশাল এলাকায় অটোগাড়ি ছিনতাই করে মডিফাই করে বিক্রি করত।

আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাইয়ের বিষয়টি স্বীকার করেছে বলে জানায় পুলিশ। গ্রেপ্তার রাহাত হাওলাদারের বাড়ির আঙিনা থেকে উদ্ধার করা হয়েছে চারটি ছিনতাই হওয়া অটোগাড়ি।

অটোচালক মুছা বলেন, আগের দিন কুয়াকাটা চৌরাস্তা থেকে এক ব্যক্তি পর্যটক পরিচয়ে সূর্যোদয় দেখতে নিয়ে যাওয়ার কথা বলে তাঁর নম্বর নেন। পরদিন নির্ধারিত স্থানে গেলে কয়েকজন মিলে তাঁকে মারধর ও ছুরিকাঘাত করে। পরে গুরুতর অবস্থায় তাঁকে ফেলে রেখে অটোগাড়িটি নিয়ে পালিয়ে যায় তারা।

পুলিশ জানায়, মামলার তদন্ত চলছে। ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।



banner close
banner close