বৃহস্পতিবার

৪ ডিসেম্বর, ২০২৫ ২০ অগ্রহায়ণ, ১৪৩২

সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ ডিসেম্বর, ২০২৫ ১৯:৪৯

আপডেট: ৪ ডিসেম্বর, ২০২৫ ১৯:৫১

শেয়ার

সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
ছবি: বাংলা এডিশন

ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে গারো পাহাড়ের শেরপুর ও ময়মনসিংহ সীমান্তে ৭৭ লাখ ৬১ হাজার ৬৩০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার চোরাচালানী মালামাল এবং মাদকদ্রব্য জব্দ করেছে।

(৪ ডিসেম্বর) বৃহস্পতিবার সন্ধ্যায় ময়মনসিংহের ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান পিপিএম এসব তথ্য জানিয়েছেন।

বিজিবি কতৃপক্ষ জানায়, শেরপুরের নালিতাবাড়ী উপজেলার শালবাগান, ঝিনাইগাতী উপজেলার বুরুঙ্গাবাজারে বুধবার ও বৃহস্পতিবার ৩৯ বিজিবির টহলদল পৃথক অভিযান পরিচালনা করেন। অভিযানে দু'টি মাহিন্দ্রা পিকআপসহ ৪৪০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দকরা যানবাহনসহ ভারতীয় মদের আনুমানিক মূল্য ৬৬ লাখ ৬০ হাজার টাকা। ৩৯ বিজিবি টহল দল পাশ্ববর্তী ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার শালকোনা এবং শেরপুরের শ্রীবর্দী উপজেলার মারিংপাড়া সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের সময় বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। জব্দকরা পণ্যের মধ্যে রয়েছে পন্ডস, ভারতীয় ফেসওয়াশ, নেভিয়া সফট ক্রিম, অলিভ অয়েল এবং ডাভ সাবান। এসব পণ্যের আনুমানিক মূল্য ৯ লাখ ৭৪ হাজার ৮০ টাকা। পৃথক আরেক অভিযানে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বান্দরকাটা এবং ধোবাউড়ার চন্দ্রকোণা এলাকা দিয়ে ভারতীয় কমলা ও বাংলাদেশী মাছ পাচারের অপচেষ্টাও রুখে দেয় বিজিবি। এই অভিযানে ১ লাখ ২৭ হাজার ৫৫০ টাকা মূল্যের ভারতীয় কমলা এবং বাংলাদেশী মাছ জব্দ করা হয়।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ শেরপুর ও ময়মনসিংহ সীমান্তে বিজিবি টহল দল সর্বমোট ৭৭ লাখ ৬১ হাজার ৬৩০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার চোরাচালানী মালামাল এবং মাদকদ্রব্য আটক করে।

এ বিষয়ে ময়মনসিংহের ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান পিপিএম জানান, শেরপুর ও ময়মনসিংহ জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষা ও সীমান্তে মাদক, চোরাচালানি মালামাল ও অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি কঠোরতা নীতি অনুসরণ করছে। বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে।



banner close
banner close