নেত্রকোণায় দশম গ্রেডে বেতনের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবর কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছেন।
আজ ৪ ডিসেম্বর বৃহস্পতিবার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট দশম গ্রেড বাস্তবায়ন পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।সকালে নেত্রকোণা সদর হাসপাতালের সামনে বিক্ষোভ ও সমাবেশ করে আন্দোলনকারীরা।
এসময় বক্তব্য রাখেন,মোহাম্মদ জহিরুল ইসলাম তালুকদার, আসাদুজ্জামান আসাদ, মোজাম্মেল মিয়াসহ অন্যরা।
বক্তারা বলেন, দীর্ঘ ৩১ বছর দশম গ্রেডে বেতনের দাবি জানলেও তা বাস্তবায়ন হয়নি।দাবি আদায় না হওয়া নাগাদ স্বাস্থ্য সেবা ও চিকিৎসা শিক্ষা সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান শাটডাউন কর্মসূচি চলমান থাকার হুশিয়ারি দেন বক্তারা।
আরও পড়ুন:








