বগুড়ার শাজাহানপুরে বালিয়াদিঘী বিলকে কেন্দ্র করে সংঘর্ষে দুই ব্যক্তি গুরুতর আহত হওয়ার ঘটনায় যুবদল নেতা আবু শাহিনের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। অভিযুক্ত আবু শাহিন শাজাহানপুর উপজেলার চোপিনগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেন শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত প্রায় ১০টার দিকে বড়পাথার বালিয়াদীঘি মাদ্রাসার জালসা মাঠসংলগ্ন মেলার চায়ের দোকানে এ ঘটনা ঘটে। পূর্বের বিরোধের জেরে যুবদল নেতা আবু শাহিনের নেতৃত্বে ৪–৫ জনের একটি দল চায়ের স্টলে বসা দুই ব্যক্তির ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে তারা মারাত্মকভাবে আহত হন।
আহতরা হলেন বড়পাথার গ্রামের মৃত রমজান আলীর ছেলে রফিকুল ইসলাম (৪৫)।
একই গ্রামের আব্দুল করিমের ছেলে এনামুল হক পলাশ (৩২)।
হামলার পর স্থানীয়রা আহত পলাশকে শাজাহানপুরের খরনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অন্যদিকে গুরুতর জখম রফিকুল ইসলামকে দ্রুত মফিজ পাগলার মোড় এলাকার একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হয়।
তবে বিল নিয়ে বিরোধের দাবি নাকচ করে চোপিনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাফ্ফর রহমান জানান, এটি বিলের বিরোধ নয়। জালসার মেলায় চাঁদা তোলাকে কেন্দ্র করে ভুলবোঝাবুঝি থেকেই এ সংঘর্ষ ঘটেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, আহত পলাশ বাদি হয়ে ছয়জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করেছেন। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিধান চলছে।
আরও পড়ুন:








