ঝিনাইদহে নিখোঁজের ১৩ ঘণ্টা পর সাইমা আক্তার সাবা নামের সাড়ে ৩ বছরের এক শিশুর মরদেহ প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ।
বুধবার রাত ১০টার দিকে শহরের পবহাটি এলাকা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিশু সাবা পবহাটি এলাকার ভ্যানচালক সাইদুল ইসলামের মেয়ে।
স্থানীয়রা জানায়, শিশু সাইমা আক্তার সাবা বুধবার সকাল ৮টার দিকে বাড়ির পাশ থেকে নিখোঁজ হয়। সকাল থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। রাত ৯টার দিকে প্রতিবেশী মাসুদ হোসেনের স্ত্রী শান্তনা খাতুনকে বোরকা পড়ে বাড়ির বাইরে ঘোরাঘুরি করতে দেখা গেলে স্থানীয়রা সন্দেহ করে। পরে তার ঘরে প্রবেশ করে খাটের নিচে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় মাসুদ হোসেনে স্ত্রী শান্তনা খাতুনকে আটক করেছে পুলিশ।
আরও পড়ুন:








