বুধবার

৩ ডিসেম্বর, ২০২৫ ১৯ অগ্রহায়ণ, ১৪৩২

আট সন্তান হারিয়ে দুটি নতুন সন্তান পেলো সেই মা কুকুরটি

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ৩ ডিসেম্বর, ২০২৫ ২২:৩২

আপডেট: ৩ ডিসেম্বর, ২০২৫ ২২:৩৩

শেয়ার

আট সন্তান হারিয়ে দুটি নতুন সন্তান পেলো সেই মা কুকুরটি
ছবি: বাংলা এডিশন

পাবনার ঈশ্বরদীতে সদ্য আটটি কুকুর শাবক হারিয়ে ছোটাছুটি করা মা কুকুরটি অবশেষে দুইটি কুকুরছানা পেয়েছে।

বুধবার (৩ ডিসেম্বব) দুপুরে ঈশ্বরদিয়ান স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে দুই কুকুরছানা মা কুকুরকে উপহার দেয়া হয়।

তবে আশ্চর্যজনক হলেও সত্য তাৎক্ষণিক মা কুকুরটি ছানাগুলোকে কাছে টেনে নেয় এবং করতে থাকে আদর যত্ন।

এ যেন শুন্যতা পুরণে সৃষ্টিকর্তার এক আশীর্বাদ।

স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীদের দাবি, গত দুইদিন হল সন্তান হারিয়ে পাগলের মত ছোটাছুটি করছেন মা কুকুর। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন সংবাদ দেখে তাদের হৃদয়ে নাড়া দেয়। তাৎক্ষণিক তাদের নিজস্ব এলাকা থেকে দুটি কুকুরছানা এনে সন্তান হারানো মাক কুকুরকে উপহার দেওয়া হয়।

তারা আরও বলেন, মা কুকুরটি তাদের সন্তানকে দুধ খাওয়াতে না পেরে শারীরিক যন্ত্রণায় ভুগছিলেন, খুশির বিষয় হলো নতুন সন্তানকে পেয়ে মা কুকুরটি অনেকটাই আনন্দিত হয়েছে। তাইতো আদর করছেন সন্তানগুলোকে,আর খাওয়াচ্ছেন বুকের দুধ৷



banner close
banner close