বৃহস্পতিবার

৪ ডিসেম্বর, ২০২৫ ১৯ অগ্রহায়ণ, ১৪৩২

তারেক রহমান দেশে ফিরলে বগুড়ার বাসা সংস্কার করা হবে

বিশেষ প্রতিনিধি, বগুড়া

প্রকাশিত: ৩ ডিসেম্বর, ২০২৫ ২১:৩২

শেয়ার

তারেক রহমান দেশে ফিরলে বগুড়ার বাসা সংস্কার করা হবে
ছবি: বাংলা এডিশন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন লন্ডনে অবস্থান করায় বগুড়ার সুত্রাপুরের রিয়াজ কাজী লেনে তাঁর ব্যক্তিগত বাসাটি বহুদিন ধরেই অযত্নে পড়ে আছে। একসময় উত্তরাঞ্চলের রাজনৈতিক কার্যক্রমের কেন্দ্রবিন্দু ছিল এই বাসা। কিন্তু ওয়ান-ইলেভেনের সময় গ্রেফতার ও পরবর্তীকালে বিদেশ যাত্রার পর থেকে বাড়িটি কার্যত পরিত্যক্ত হয়ে পড়ে।

স্থানীয়রা জানান, বাড়ির গেট ও দেয়ালের রং উঠে গেছে, চারপাশে জং ধরা চিত্র। কেয়ারটেকার না থাকায় দীর্ঘদিন ধরে বাড়িটি পরিচর্যার বাইরে। পথচারীরা এখনো ওই বাড়ির সামনে দাঁড়িয়ে কৌতূহল নিয়ে তাকান—যেন কোনো ইতিহাসের সাক্ষী।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান লালু জানান, তাঁর নিজের বাসার পাশের ৫ শতক জায়গার উপর বাড়িতেই একসময় রাজনৈতিক কার্যক্রমের কেন্দ্রবিন্দু ছিল। এই বাসাটি তারেক রহমান নিজস্ব খরচে নিরাপত্তা অনুযায়ী বিশেষ নকশায় বাড়িটি নির্মাণ করেন। এই বাড়িতেই তিনি উত্তরাঞ্চলের নেতাদের সঙ্গে রাজনৈতিক আলোচনা করতেন এবং বগুড়ায় এলে নিয়মিত অবস্থান করতেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তারেক রহমান বগুড়া-৬ (সদর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। সেক্ষেত্রে নিজের বাসা থেকেই প্রচারণা চালানোই স্বাভাবিক। এমন মত জেলা বিএনপির শীর্ষ নেতাদের। তাই বহুদিনের অবহেলায় থাকা ওই বাসায় দ্রুত সংস্কার হবে বলে দাবি করছেন তারা।

এবিষয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও নির্বাচনের সমন্বয়ক সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান লালু বলেন, তারেক রহমানের সাথে আমার যোগাযোগ আছে। দেশে ফিরলে ঢাকায়ই বেশি ব্যস্ত থাকতে হবে। তাই তার আগেই বগুড়ার বাসাটি সংস্কার করা হবে। তিনি শুধু বগুড়া-৬ আসনের নির্বাচনই নয়, উত্তরাঞ্চলের সার্বিক রাজনৈতিক কার্যক্রম এখান থেকেই সমন্বয় করবেন।



banner close
banner close