বুধবার

৩ ডিসেম্বর, ২০২৫ ১৯ অগ্রহায়ণ, ১৪৩২

খালেদা জিয়ার সুস্থতা কামনায় গাজীপুর মহানগর বিএনপি'র গণদোয়া

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩ ডিসেম্বর, ২০২৫ ২০:৫৪

শেয়ার

খালেদা জিয়ার সুস্থতা কামনায় গাজীপুর মহানগর বিএনপি'র গণদোয়া
ছবি: বাংলা এডিশন

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে গণদোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে ভাওয়াল রাজবাড়ী মাঠে এই গণদোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে গাজীপুর মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপি'র সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি।

দোয়া মাহফিলে বক্তারা বলেন,“দেশ আজ এক সংকটকাল অতিক্রম করছে। এই সময়ে গণতন্ত্র পুনরুদ্ধারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা অত্যন্ত জরুরি। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন এবং দেশ ও জাতির কল্যাণে আবারও নেতৃত্ব দেওয়ার তাওফিক দান করেন।”

বক্তারা আরও বলেন, খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার প্রতীক। তাঁর সুস্থতা কামনায় আজকের এই গণদোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।

শেষে দেশনেত্রীর দ্রুত আরোগ্য, দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।



banner close
banner close