মুন্সীগঞ্জের গজারিয়ায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার সকাল ১০টার দিকে ইমামপুর ইউনিয়নের বাঘাইয়াকান্দি গ্রামের হাইস্কুলের পাশের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পর মুহূর্তের মধ্যে দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়লে দুটি বসতঘর ও ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনা না ঘটলেও সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। ভুক্তভোগীদের দাবি, এ ঘটনায় প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
গজারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার ফিরোজ মিয়া বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে সিলিন্ডারের লিকেজ থেকেই বিস্ফোরণের সূত্রপাত। তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে। অগ্নিকাণ্ডে দুটি বসতবাড়ি ও ঘরের ফার্নিচার সম্পূর্ণ পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ ১৫ লাখ টাকা এবং উদ্ধার হওয়া সম্পদের মূল্য আনুমানিক ৩০ লাখ টাকা হবে বলে জানান তিনি।
আরও পড়ুন:








