বুধবার

৩ ডিসেম্বর, ২০২৫ ১৯ অগ্রহায়ণ, ১৪৩২

কুমিল্লা'য় এসিল্যান্ডের গাড়ির চাপায় প্রাণ হারালো শিশু

কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি

প্রকাশিত: ৩ ডিসেম্বর, ২০২৫ ১৩:০৩

শেয়ার

কুমিল্লা'য় এসিল্যান্ডের গাড়ির চাপায় প্রাণ হারালো শিশু
ছবি: বাংলা এডিশন

কুমিল্লা হোমনা উপজেলা পরিষদ এলাকায় সহকারী কমিশনার (ভূমি) হোমনা'র গাড়ি চাপায় প্রাণ হারালেন ফাইজা (২) নামের এক শিশু।

বুধবার (৩ডিসেম্বর) সকাল ১০.৩০ মিনিটে হোমনা উপজেলা পরিষদ কর্তৃক পরিচালিত টিউলিপ ইন্সটিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয়ে নিহত শিশু ফাইজা (২) এর বাবা ফাইজুল হক গণমাধ্যমকে জানান- সকালে নিহত শিশু ফাইজার বড় ভাই সাজিদ আয়ান বার্ষিক পরীক্ষায় অংশগ্রহন করার জন্য হোমনা হাসপাতাল এলাকায় অবস্থিত নিজ বাসা থেকে মা সাদিয়া ইসলাম বের হয়ে টিউলিপ ইন্সটিটিউটে যান, সেখানে মা সাদিয়ার সঙ্গে অবস্থান করেন দুই বছরের শিশু ফাইজা।

মায়ের সঙ্গে অপেক্ষারত থাকা অবস্থায় ফাইজা দাঁড়িয়ে ছিল। হঠাৎ করে সেখানে হোমনা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আহমেদ মোফাচ্ছের এর গাড়ি চালক আতাবুর রহমান তাবু জিপ গাড়িটি শিশু ফাইজার ওপর তুলে দেয়। ঘটনাস্থলে শিশু ফাইজার নাক মুখ ও কান দিয়ে রক্ত বের হয়ে মারা যান।

গাড়ি চাপা দেওয়ার সঙ্গে সঙ্গে এসিল্যান্ডের গাড়ি চালক আতাবুর রহমান পালিয়ে যান এবং ঘটনার সময় হোমনা উপজেলার সহকারী কমিশনার ভূমি গাড়িতে ছিল না বলে জানা যায়।

এদিকে ঘটনার সত্যতার বিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রফিকুল ইসলাম বাংলা এডিশন কে জানান- নিহত শিশুর ঘটনায় এখনো পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। নিহত ফাইজা এসিল্যান্ডের সরকারি গাড়ি চাপায় মারা গিয়েছে তা জানতে পারি। পুলিশের পক্ষ থেকে লাশটি ময়না তদন্তের জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে। ঘাতক ড্রাইভার তাবু পলাতক রয়েছে। নিহত ফাইজার বাবা ফাইজুল হক এসকে এফ ফার্মাসিটিক্যাল কোম্পানিতে চাকরি করেন। ফাইজার গ্রামের বাড়ি বরিশাল জেলার উজিরপুর উপজেলার তেরদ্রন গ্রামে।



banner close
banner close