বুধবার

৩ ডিসেম্বর, ২০২৫ ১৯ অগ্রহায়ণ, ১৪৩২

টঙ্গীতে চাঁদা দাবির নামে ষড়যন্ত্রের অভিযোগে বিএনপি নেতা রাকিব উদ্দিন পাপ্পুর জিডি

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩ ডিসেম্বর, ২০২৫ ১২:৫৮

আপডেট: ৩ ডিসেম্বর, ২০২৫ ১২:৫৮

শেয়ার

টঙ্গীতে চাঁদা দাবির নামে ষড়যন্ত্রের অভিযোগে বিএনপি নেতা রাকিব উদ্দিন পাপ্পুর জিডি
সংগৃহীত ছবি

গাজীপুরের টঙ্গীতে চাঁদা দাবির নামে ষড়যন্ত্রের অভিযোগে গাজীপুর মহানগর বিএনপি'র সাবেক যুগ্ম আহ্বায়ক ও গাজীপুর -৬ আসেন বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী রাকিব উদ্দিন সরকার পাপ্পু টঙ্গী পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডিতে তিনি উল্লেখ করেন, গত ১ ডিসেম্বর রাতে একটি নম্বর থেকে তার পরিচয়ে তিনজনের কাছে চাঁদা দাবি করা হয়। চাঁদা না দিলে ভয়ভীতি ও মিথ্যা অপবাদ দেওয়ার হুমকির অভিযোগও রয়েছে।

এর আগেও একইভাবে তার নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগ ওঠে, যার ফলে তিনি সাময়িকভাবে দল থেকে বহিষ্কৃত হন। পরে তদন্তে অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে তাকে পুনর্বহাল করা হয়।

পাপ্পু বলেন, রাজনৈতিক জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে। এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ হারুন-অর-রশিদ বলেন, অভিযোগটি তদন্তাধীন রয়েছে।



banner close
banner close