বুধবার

৩ ডিসেম্বর, ২০২৫ ১৯ অগ্রহায়ণ, ১৪৩২

টঙ্গীর শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের নির্বাহী পরিচালককে ওএসডি

টঙ্গী প্রতিনিধি

প্রকাশিত: ৩ ডিসেম্বর, ২০২৫ ১০:১৯

শেয়ার

টঙ্গীর শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের নির্বাহী পরিচালককে ওএসডি
কোলাজ: বাংলা এডিশন

সমাজকল্যাণ মন্ত্রণালয় পরিচালিত গাজীপুরের টঙ্গীতে অবস্থিত শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট,মৈত্রী শিল্পের নির্বাহী পরিচালক (উপ-সচিব) কাজী মাহবুবুর রহমানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিযুক্ত করা হয়েছে।

সোমবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ দেয়া হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু।

প্রজ্ঞাপনে বলা হয়, আগামী সাত ডিসেম্বরের মধ্যে তাকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে তিনি যোগদান করতে ব্যর্থ হলে সাত ডিসেম্বরের অপরাহ্নে তাকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে।

উল্লেখ্য, শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্পের নির্বাহী পরিচালক কাজী মাহাবুবুর রহমানের বিরুদ্ধে যৌন হয়রানি, নির্যাতন,নারী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে খারাপ আচরণ ও অনৈতিক কার্যকলাপের গুরুতর অভিযোগ তুলে আন্দোলন শুরু করেন শ্রমিকরা। এবং ‎তার অপসারণের দাবিতে গত ২০ অক্টোবর থেকে ট্রাস্টের কর্মকর্তা-কর্মচারীরা টঙ্গীতে একটানা কর্মবিরতি ও প্রতিবাদী আন্দোলন করেন।



আরও পড়ুন:

banner close
banner close