বুধবার

৩ ডিসেম্বর, ২০২৫ ১৯ অগ্রহায়ণ, ১৪৩২

রাষ্ট্র পরিচালনায় যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে, নয়তো নতুন সূর্যোদয় বিলম্বিত হবে: ধর্ম উপদেষ্টা খালিদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ ডিসেম্বর, ২০২৫ ১০:১২

আপডেট: ৩ ডিসেম্বর, ২০২৫ ১০:১৩

শেয়ার

রাষ্ট্র পরিচালনায় যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে, নয়তো নতুন সূর্যোদয় বিলম্বিত হবে: ধর্ম উপদেষ্টা খালিদ
ছবি: বাংলা এডিশন

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, “রাষ্ট্র পরিচালনায় আমাদের নিজস্ব লোক তৈরি না হলে নতুন সূর্য উঠতে দেরি হবে।” তিনি বলেন, শুধু দাবি জানিয়ে নয়—সচিব, ডিসি, এসপি ও রাষ্ট্রদূতের মতো গুরুত্বপূর্ণ পদে যোগ্য নেতৃত্ব গড়তে হবে।

মঙ্গলবার রাতে টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ মাঠে তাফসীরুল কোরআন মাহফিলে তিনি এসব কথা বলেন।

মুফতি মাসুদুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওলাদে রাসুল সাইয়েদ মাদানী দেওবন্দ ভারত।

ধর্ম উপদেষ্টা আরও জানান, দায়িত্ব নেওয়ার ১৬ মাসে তিনি কোনো ঘুষ নেননি এবং গত হজে হাজিদের সাড়ে ৮ কোটি টাকা ফেরত দেওয়া হয়েছে। তিনি বলেন, ওলামায়ে কেরামদের ঐক্যবদ্ধ করেই সামাজিক ও রাষ্ট্রীয় শক্তিকে সঠিক পথে পরিচালিত করতে হবে।



আরও পড়ুন:

banner close
banner close