ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে গারো পাহাড়ের শেরপুর ও ময়মনসিংহ সীমান্তে ১৬লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।
২ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে ময়মনসিংহের ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান পিপিএম এসব তথ্য জানিয়েছেন।
বিজিবি কতৃপক্ষ জানায়, শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বুরুঙ্গা পোড়াবাড়ী, ঝিনাইগাতী উপজেলার সন্ধ্যাকুড়া এলাকায় মঙ্গলবার ভোরে অভিযান পরিচালনা করে বিজিবি। পৃথক অভিযানে সন্ধ্যাকুড়া গ্রামের মৃত শাহাজাহানের ছেলে সাদ্দাম হোসেন(৩৮)কে ৩৬৯ বোতল ভারতীয় মদ ও ২টি মোবাইল ফোনসহ গ্রেফতার করা হয়। পৃথক আরেক অভিযানে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ডুমনিকুড়া এবং বান্দরকাটায় বিপুল পরিমাণ ভারতীয় নেভিয়া সফট ক্রীম, পন্ডস ফেসওয়াশ এবং কমলা ফল জব্দ করে বিজিবি। অভিযানে জব্দকৃত ভারতীয় মদ ও চোরাচালানী মালামালের আনুমানিক বাজার মূল্য ১৫ লাখ ৮১ হাজার ৪০০ শত টাকা।
এ বিষয়ে ময়মনসিংহের ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান পিপিএম জানান, শেরপুর ও ময়মনসিংহ জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষা ও সীমান্তে মাদক, চোরাচালানি মালামাল ও অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি কঠোরতা নীতি অনুসরণ করছে। বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন:








