বুধবার

৩ ডিসেম্বর, ২০২৫ ১৯ অগ্রহায়ণ, ১৪৩২

কৃষকের অধিকার আদায়ে এনসিপি নেতা জাহাঙ্গীরের আমরণ অনশনে

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ২ ডিসেম্বর, ২০২৫ ১৬:০১

শেয়ার

কৃষকের অধিকার আদায়ে এনসিপি নেতা জাহাঙ্গীরের আমরণ অনশনে
বাংলা এডিশন

বগুড়ার শিবগঞ্জে কৃষক বাঁচাও, সিন্ডিকেট হটাওসহ বিভিন্ন দাবিতে আমরণ অনশন শুরু করেছেন জাতীয় গণঅধিকার পার্টি—এনসিপির বগুড়া জেলা সদস্য এবং শিবগঞ্জ উপজেলা প্রধান সমন্বয়ক জাহাঙ্গীর আলম। সোমবার বিকেল ৩টা থেকে শিবগঞ্জ থানার সামনে মুগ্ধ স্কয়ারে তিনি এ অনশন শুরু করেন।

মঙ্গলবার বিকোলে জাহাঙ্গীর আলম বলেন, কৃষক বাঁচাতে হলে সিন্ডিকেট ভাঙতেই হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ অনশন চলবে।

এনসিপির পক্ষ থেকেও তার এই কর্মসূচিকে পূর্ণ সমর্থন জানানো হয়েছে। বগুড়া জেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক রাফিয়া সুলতানা জানান, সারের ডিলার সিন্ডিকেট, সার পাচার, কৃত্রিম সংকট সৃষ্টি, অন্যায্য সার বরাদ্দ, কোল্ডস্টোরে আলু পচনসহ কৃষকের ক্ষতির বিরুদ্ধে জাহাঙ্গীরের এই অনশন ন্যায্য দাবি আদায়ের সংগ্রাম।

তিনি বলেন, অন্য উপজেলা থেকে অবৈধ ডিলার নিয়োগসহ ফ্যাসিস্ট আমলের নানা অনিয়মের প্রতিবাদে আমাদের নেতা জাহাঙ্গীর আলম ন্যায়সঙ্গত আন্দোলনে নেমেছেন। সংগঠন তার সঙ্গে আছে।

অনশনস্থলে উপস্থিত থেকে একাত্মতা প্রকাশ করেছেন শিবগঞ্জ উপজেলা এনসিপির সদস্য আলী আজম সাব্বির, মিলন শেখ এবং ছাত্রশক্তির সংগঠক সিহাবউদ্দৌলা ও সাব্বির হোসেন।

জেলা–উপজেলার নেতাকর্মীরা মনে করছেন, জাহাঙ্গীর আলমের এই আমরণ অনশন শিবগঞ্জই নয়, দেশের কৃষকদের দীর্ঘদিনের দাবিকে নতুনভাবে আলোচনায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



banner close
banner close