ফরিদপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখ ও সাবেক বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক জনি বিশ্বাস এক সৌদি প্রবাসীকে প্রকাশ্যে মারধরের হুমকি দেয়ায় ব্যাপক আলোচনায় এসেছেন। হুমকির শিকার প্রবাসী মোহাম্মদ নজরুল শেখ জানান, তিনি বর্তমানে দেশে ফেরাকে কেন্দ্র করে গভীর উদ্বেগে আছেন।
ঘটনাটি শুরু হয় গত ২৬ নভেম্বর, চ্যানেল এস এর জেলা প্রতিনিধি ও সাংবাদিক শেখ ফয়েজ আহম্মেদকে জুলাই আন্দোলনের সময় হামলা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারের পর ২৮ নভেম্বর জনি বিশ্বাস ফেসবুকে লাইভে এসে গ্রেপ্তার নিয়ে তীব্র সমালোচনা করেন। লাইভে তিনি দাবি করেন, কেউ প্রমাণ করতে পারলে যে শেখ ফয়েজ আওয়ামী লীগের সহযোগী, তবে তিনি ফরিদপুরে গলায় জুতার মালা পরে ঘুরবেন।
এই বক্তব্য ভাইরাল হলে ছাত্র আন্দোলনের নেতাকর্মীসহ সাধারণ মানুষও মন্তব্য করেন, জুলাই আন্দোলনের সময় শেখ ফয়েজের ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন রয়েছে। তাই তাকে প্রকাশ্যে সমর্থন করায় বিতর্ক আরও তীব্র হয়।
লাইভটির নিচে সৌদি প্রবাসী মোহাম্মদ নজরুল শেখ মন্তব্য করেন, ‘তারমানে নিক্সন ভালো মানুষ।’ এই মন্তব্যের পর উত্তেজনা বেড়ে যায়। পরে জনি বিশ্বাস তার ফেসবুক আইডিতে নজরুল শেখকে উদ্দেশ করে একটি পোস্ট দেন; সেখানে তিনি নজরুলকে যেখানেই পাওয়া যাবে সেখানেই মারবেন বলে হুমকি দেন এবং অশালীন ভাষা ব্যবহার করেন।
শিবরামপুর তিন নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ নজরুল শেখ ভিডিও বার্তায় জানান, হুমকির পর তিনি অত্যন্ত আতঙ্কে আছেন। পরিবারও তার নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে।
অভিযুক্ত জনি বিশ্বাস ফোনে বলেন, নজরুল শেখ তার পোস্টগুলোতে বারবার দালালসহ বিরূপ মন্তব্য করে উত্ত্যক্ত করতেন। জনির দাবি, রাগের মাথায় তিনি হুমকির কথা বলেছেন এবং পরে পোস্টটি মুছে ফেলেছেন। তবে নজরুলের সাথে এখনো যোগাযোগ হয়নি বলে জানান তিনি। উল্টো অভিযোগ করে বলেন, নজরুল শেখও তাকে হুমকি দিয়েছেন।
এদিকে প্রবাসী নজরুল শেখ এখনো কোনো লিখিত অভিযোগ দেননি, তবে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ন্যায়বিচার চেয়ে আবেদন করেছেন।
আরও পড়ুন:








