বগুড়ার শাজাহানপুরে পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করার সময় চাঁদা দাবি করতে গিয়ে স্থানীয় জনগণের হাতে গণপিটুনির শিকার হয়েছে দুই যুবক।
সোমবার ১ ডিসেম্বর রাত ৯ টার দিকে আশেকপুর ইউনিয়নের জোড়া দামারপাড়া গ্রামের ইদ্রিস আলীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানাগেছে, ভুক্তভোগী ইমরান হোসেন সোহান (২৪) ও আরাফাত (২৩) জোড়া দামারপাড়ার বাসিন্দা। তারা জমি চাষ করার সময় অভিযুক্ত সাব্বির হোসেন ও সিজান চাঁদা দাবি করলে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বিষয়টি সংষর্ষে রূপ নেয়।
চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে অভিযুক্ত সাব্বির ও সিজানকে আটক করে গণপিটুনি দেয়। এতে তারা শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে পরিবারের সদস্যরা আহত সাব্বির ও সিজানকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয় সবেক ইউপি সদস্য সোহেল হোসেন বলেন, রবিশস্যের জন্য জমি চাষবাদের মৌসুম চলছে। ফলে এসব এলাকায় পেশিশক্তির প্রভাব খাটিয়ে জমি চাষের প্রতিযোগিতা চলে আসছে দীর্ঘদিন ধরে। তারই জের এই ঘটনা।
এ ঘটনায় শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কোন পক্ষই এখনও থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন:








