সোমবার

১ ডিসেম্বর, ২০২৫ ১৭ অগ্রহায়ণ, ১৪৩২

শৈলকূপায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মন্দিরে বিশেষ প্রার্থনা সভা

আশরাফুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ১ ডিসেম্বর, ২০২৫ ২০:১৪

শেয়ার

শৈলকূপায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মন্দিরে বিশেষ প্রার্থনা সভা
ছবি: বাংলা এডিশন

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর ইউনিয়নে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় মন্দিরের বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধায় উমেদপুর ইউনিয়নের ব্রাহীমপুর সর্বজনীন পূজা মন্দির প্রাঙ্গণে এ প্রার্থনা সভার আয়োজন করেন ১৩ নং উমেদপুর ইউনিয়ন সনাতন ধর্মাবলম্বী ব্যাক্তি বর্গ ।

প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ড।

প্রার্থনা সভ পরিচালনা করেন ব্রাহিমপুর সর্বজনীন মন্দিরের পুরোহিত মিলন চক্রবর্তী। এসময় স্থানীয় সনাতনী সম্প্রদায়ের নারী-পুরুষ ভোক্ত বৃন্দ উপস্থিত ছিলেন।

প্রার্থনায় বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দ্রুত আরোগ্য কামনা করা হয়।

পুরোহিত মিলন চক্রবর্তী বলেন, “মানবতার সেবায় নিয়োজিত সকল মানুষের সুস্থতা কামনা আমাদের ধর্মীয় ও মানবিক দায়িত্ব। আমরা আন্তরিকভাবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি।”

অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা বলেন,“বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্রের প্রতীক। তার সুস্থতা জাতির প্রত্যাশা।”

প্রার্থনা সভা শেষে সাবেক প্রধান মন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কমনা করে শান্তির আরতি ও বিশেষ মঙ্গল কামনা করা হয়।



banner close
banner close