সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় কুয়াকাটায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় কুয়াকাটা পৌর বিএনপির আয়োজনে পৌর কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ মুসল্লীর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি জসিম উদ্দিন বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন ঘরামী, সহসভাপতি শাজাহান আকন, যুবদল নেতা আবু হানিফ গাজী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী হায়দার শেখ, শ্রমিক দলের সভাপতি মানিক ফকির, কৃষক দলের আহ্বায়ক আলী হোসেন খন্দকার, ছাত্রদলের আহ্বায়ক জুবায়ের আহম্মেদ রিয়াজ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল শেখ ও ছাত্রদলের সদস্য সচিব নেছার উদ্দিনসহ পৌর বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের একজন গণমানুষের নেত্রী। তার সুস্থতা কেবল দলের নয়, দেশের মানুষেরও প্রত্যাশা। তিনি যেন দ্রুত আরোগ্য লাভ করে আবারও দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে পারেন—এ কামনা ব্যক্ত করেন তারা।
সভাপতি আব্দুল আজিজ মুসল্লী বলেন, “বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় একটি নাম। তার রোগমুক্তির জন্য আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করেছি।”
অনুষ্ঠানের সঞ্চালক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান বলেন, “জাতির প্রিয় নেত্রী অসুস্থ। তার সুস্থতার জন্য আমরা সবাই কোরআন-সুন্নাহ অনুসারে দোয়া করেছি। সকলের কাছেই তার দ্রুত আরোগ্যের জন্য দোয়ার আহ্বান জানাচ্ছি।”
দোয়া পরিচালনা করেন কুয়াকাটা কেন্দ্রীয় বাইতুল আরজ জামে মসজিদের ইমাম আলহাজ্ব কারি মো. নজরুল ইসলাম। তিনি বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দেশের শান্তি-সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
আরও পড়ুন:








