সোমবার

১ ডিসেম্বর, ২০২৫ ১৭ অগ্রহায়ণ, ১৪৩২

কেরানীগঞ্জে গৃহবধূ হত্যা, প্রেমিক সোহাগ গ্রেপ্তার

কেরানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১ ডিসেম্বর, ২০২৫ ১৮:০০

শেয়ার

কেরানীগঞ্জে গৃহবধূ হত্যা, প্রেমিক সোহাগ গ্রেপ্তার
সংগৃহীত ছবি

ঢাকার কেরানীগঞ্জে পরকীয়া সম্পর্কের জেরে আছিয়া (২৫) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে সোহাগ (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৩০ নভেম্বর) বিকেলে রুহিতপুর ইউনিয়নের পুরাতন সোনাকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আছিয়া কাঁঠালতলী দক্ষিণপাড়ার দীন মোহাম্মদের মেয়ে। গ্রেপ্তার সোহাগ পুরাতন সোনাকান্দা মাতবর বাড়ির মৃত সুরুজ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে দেখা করতে আছিয়া প্রেমিক সোহাগের বাড়িতে যান। সেখানে কথাকাটাকাটির একপর্যায়ে সোহাগ ক্ষিপ্ত হয়ে তাকে বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আছিয়াকে পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ৩টায় মৃত ঘোষণা করেন।

পরে স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে এলে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করে।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ মনিরুল হক ডাবলু জানান, হত্যার ঘটনায় সোহাগকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করেছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা রুজু হয়েছে।



banner close
banner close