সোমবার

১ ডিসেম্বর, ২০২৫ ১৭ অগ্রহায়ণ, ১৪৩২

বাংলা এডিশনে সংবাদ প্রকাশের পর ব্রাহ্মণবাড়িয়া স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের পদ স্থগিত

(কসবা – আখাউড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১ ডিসেম্বর, ২০২৫ ১৭:৪৬

আপডেট: ১ ডিসেম্বর, ২০২৫ ১৭:৫০

শেয়ার

বাংলা এডিশনে সংবাদ প্রকাশের পর ব্রাহ্মণবাড়িয়া স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের পদ স্থগিত
সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার কান্দিপাড়া এলাকায় ছাত্রদল নেতা সাদ্দাম হোসেন হত্যাকাণ্ড নিয়ে বাংলা এডিশনে প্রকাশিত প্রতিবেদন প্রকাশের পর সাংগঠনিক শাস্তির মুখে পড়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে দলীয় পদ থেকে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

পহেলা ডিসেম্বর ২০২৫ তারিখে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপকে সাময়িকভাবে অব্যাহতি দেয়া হয়েছে। এ সিদ্ধান্ত অনুমোদন করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান।

বাংলা এডিশনে প্রকাশিত সংবাদের পর উঠে আসে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের লোককে হত্যা করার মতো অভিযোগও। অভিযোগগুলো প্রকাশ্যে এলে কেন্দ্রীয় নেতৃত্ব বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত দেয়।

তবে দলীয় সূত্র জানিয়েছে, দিলীপের বিরুদ্ধে নেওয়া এই সাংগঠনিক সিদ্ধান্ত চলমান হত্যা মামলার তদন্ত ও আইনি প্রক্রিয়ায় কোনো প্রভাব ফেলবে না। মামলাটি তার স্বাভাবিক গতিতেই চলবে। পাশাপাশি গঠনতান্ত্রিক নিয়ম অনুযায়ী পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে সাদ্দাম হত্যা মামলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় তৈরি হওয়া উত্তপ্ত পরিস্থিতির মধ্যে স্বেচ্ছাসেবক দলের এই পদক্ষেপ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।



banner close
banner close