পটুয়াখালীর বাউফল উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক ও এলাকাবাসীর কাছে অভিযুক্ত ভূমিদস্যু হিসেবে পরিচিত মোঃ ফয়সাল পঞ্চায়েত (৪৫)–কে আটক করেছে পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে পটুয়াখালী ডিসি অফিসের ক্যান্টিন এলাকা থেকে ডিবির এএসআই রুবেল তাকে আটক করেন।
আটক ফয়সাল পঞ্চায়েতের বাবার নাম মোঃ ইউনুস মিয়া। বাড়ি কালাইয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে।
স্থানীয় সূত্র জানায়, ফয়সাল পঞ্চায়েত দীর্ঘদিন ধরে এলাকায় একজন কুখ্যাত ভূমিদস্যু হিসেবে পরিচিত। গত বছর ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর তিনি কিছুদিন আত্মগোপনে থাকলেও পরে স্থানীয় বিএনপির কয়েক নেতার আশ্রয়ে এলাকায় পুনরায় সক্রিয় হন।
অভিযোগ রয়েছে—ওইসব বিএনপি নেতাদের হয়ে বিভিন্ন চরের কৃষকদের নামে বন্দোবস্তকৃত জমি জবরদখল করে একরপ্রতি ২০–২৫ হাজার টাকায় বিক্রি করতেন তিনি। এতে সাবেক ইউএনও আমিনুল ইসলামও ভাগ পেতেন বলে অভিযোগ রয়েছে।
বিশেষ করে কালাইয়া, নাজিরপুর ও কেশবপুর ইউনিয়নের বিভিন্ন চরে তার নেতৃত্বে জমি দখলের ঘটনা স্থানীয়রা বহুবার মানববন্ধন করে প্রতিবাদ জানালেও কোনো প্রতিকার মিলেনি।
ফয়সাল পঞ্চায়েতের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে আক্রান্ত কৃষকরা স্বস্তি ও আনন্দ প্রকাশ করেন।
তবে স্থানীয় একটি মহল তাকে ডিবি কার্যালয় থেকে ছাড়িয়ে আনার চেষ্টা করছে বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, বাউফল থানার এক পুলিশ কর্মকর্তা এ বিষয়ে সহযোগিতা করছেন। এমনকি তিনি ফোনে অপর এক পুলিশ কর্মকর্তাকে ফয়সালকে বিএনপি নেতা পরিচয় দিয়ে ছেড়ে দেওয়ার অনুরোধও করেছেন।
আরও পড়ুন:








