সোমবার

১ ডিসেম্বর, ২০২৫ ১৭ অগ্রহায়ণ, ১৪৩২

বহুদিন অপেক্ষার পর আক্কেলপুরে চালু হলো চিলাহাটি এক্সপ্রেস

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১ ডিসেম্বর, ২০২৫ ১৬:৩৫

শেয়ার

বহুদিন অপেক্ষার পর আক্কেলপুরে চালু হলো চিলাহাটি এক্সপ্রেস
আক্কেলপুর রেলওয়ে স্টেশনে চিলেহাটি এক্সপ্রেসের যাত্রাবিরতি। ছবি- সংগৃহীত

জয়পুরহাটের আক্কেলপুর রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের আনুষ্ঠানিক যাত্রাবিরতি শুরু হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) থেকে এখানেই নিয়মিত যাত্রাবিরতি শুরু করে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি।

জানাগেছে, জয়পুরহাট-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সচিব আব্দুল বারীর উদ্যোগে এবং স্থানীয় বিএনপি নেতাদের তত্ত্বাবধানে রেল মন্ত্রণালয়ে যাত্রাবিরতির জন্য আবেদন করা হয় এবং এক মাসের প্রক্রিয়া শেষে আক্কেলপুর স্টেশনে ট্রেনের যাত্রাবিরতির অনুমোদন পাওয়া যায়।

আক্কেলপুর রেলস্টেশন সূত্রে জানা গেছে, স্টেশনে যাত্রাবিরতির জন্য ১১টি এসি ও ১০ নন-এসি মোট ২১টি আসন বরাদ্দ দেওয়া হয়েছে। প্রথম দিনেই ১০টি শোভন এবং ১টি এসি টিকিট বিক্রি হয়েছে। উদ্বোধনী দিনে সকাল ৮টা ৪৫ মিনিটে ট্রেনটি স্টেশনে পৌঁছালে ট্রেনের পরিচালক, লোকোমাস্টার (চালক), স্টেশন মাস্টার এবং ঢাকা গামী যাত্রীদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আক্কেলপুর বাসী।

স্থানীয়রা জানান, অনেক বছর ধরে তাঁরা দাবি জানিয়ে আসছিলেন। এই যাত্রাবিরতি চালু হওয়ায় এখন থেকে আক্কেলপুর থেকে স্বাচ্ছন্দ্যে ঢাকায় যাওয়া- আসা করতে পারবে। এতে সময় ও খরচ দুটোই বাঁচবে।

এ সময় উপস্থিত ছিলেন আক্কেলপুর উপজেলা বিএনপি নেতা সাবেক পৌর মেয়র আলমগীর চৌধুরী বাদশা, সাবেক প্যানেল মেয়র রফিকুল ইসলাম চপল, চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির সমন্বয়ক ও পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুর রউফ মাজেদ, বিএনপি নেতা তরিকুল ইসলাম তুহিনসহ অনেকেই।

এ বিষয়ে স্টেশন মাস্টার হাসিবুল হাসান জানান, রেল মন্ত্রণালয় তিন মাসের জন্য সাময়িক যাত্রাবিরতির অনুমতি দিয়েছে। স্টেশন লাভজনক হলে এটি স্থায়ী হবে। প্রথম দিনের যাত্রাবিরতি সফলভাবে সম্পন্ন হয়েছে।



banner close
banner close