রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

বাগেরহাটে ৩০ লিটার চোলাই মদ ও ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার এক

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১ ডিসেম্বর, ২০২৫ ১৬:২৮

শেয়ার

বাগেরহাটে ৩০ লিটার চোলাই মদ ও ১০০ পিস ইয়াবাসহ  গ্রেপ্তার এক
বাংলা এডিশন

বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তি সুমন পোদ্দার (৩০), চিতলমারীর খড়মখালীর শ্যামা পোদ্দারের ছেলে।

রবিবার (৩০ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফলতিতা এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ড্রামে ভর্তি ৩০ লিটার চোলাই মদ ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরেক মাদককারবারি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গ্রেপ্তার সুমন পোদ্দারকে সোমবার (১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজজাক মীর জানান, এ ঘটনায় দুইজনের নাম উল্লেখ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের অভিযান চলছে।



banner close
banner close