রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

পাবনায় ৮ টি কুকুর ছানা পানিতে ফেলে হত্যার অভিযোগ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ১ ডিসেম্বর, ২০২৫ ১৫:৫৮

শেয়ার

পাবনায় ৮ টি কুকুর ছানা পানিতে ফেলে হত্যার অভিযোগ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে
কুকুর ছানা পানিতে ফেলে হত্যা

পাবনার ঈশ্বরদীতে আটটি জীবিত কুকুরের ছানাকে বস্তাবন্দি করে পানিতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে ঈশ্বরদী উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন কর্মকর্তা হাসানুর রহমান নয়নের বিরুদ্ধে। এ নিয়ে উপজেলা জুড়েই শুরু হয়েছে নানা সমালোচনা৷ তবে নিজেকে বাচাতে স্ত্রীর উপর দোষারোপ করলেন অভিযুক্ত হাসানুর রহমান নয়ন৷ আর ব্যাবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

রবিবার (৩০ নভেম্বর) রাতে কোনো এক সময় এ হত্যাকান্ড করা হলে সোমবার (০১ ডিসেম্বর) সকালে ছানাগুলোর মরদেহ পাওয়া যায়৷

সরেজমিনে গিয়ে দেখা যায় মাটিতে মৃত অবস্থায় আছে ৮ টি কুকুরের ছানা। তাইতো কান্নায় আহাজারিতে পাগলপ্রায় মা কুকুর৷ অসহায় হয়ে করছে আর্তনাত।

কারণ ঈশ্বরদী উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন কর্মকর্তা হাসানুর রহমান নয়ন ও তার স্ত্রী জীবন্ত কুকুর ছানা গুলোকে বস্তায় বেধে হত্যার উদ্দেশ্য ফেলে দেন পুকুরে৷ একদিন পর পাওয়া যায় মরদেহ৷ । এ চিত্র পাবনার ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের সামনের৷

জানা গেছে, দীর্ঘদিন ধরেই ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের একটি কোনে থাকতেন এই কুকুর। কুকুরটি বিশ্বস্থ হওয়ায় মানুষজন তাকে খুব ভালবাসতেন। নাম দিয়েছিলেন টম৷

সপ্তাহ খানিক আগে টম আটটি বাচ্চা প্রসব করেন৷ এদিকে বাচ্চাগুলো না পেয়ে খোজাখুজি শুরু করেন উপজেলা অফিসের কর্মকর্তা কর্মচারীরা৷ পরে জানতে পারেন উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন কর্মকর্তা ও তার স্ত্রী মিলে বস্তাবন্দি করে আটটি কুকুরের বাচ্চা পুকুরের পানিতে ফেলে দেয়। দ্রুত অভিযুক্তদের বিচারের দাবী সবার।

অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মনিরুজ্জামান। তিনি বলেন, এ ঘটনা আমি শুনেছি, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণ করা হবে৷



banner close
banner close