দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাঁশখালী উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বাদ মাগরিব সরকারি আলাওল কলেজের হলরুমে আয়োজিত এই দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুস সবুর এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক ফরহাদুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফরহাদ হোসেন আসিফ, জেলা ছাত্রদলের সদস্য মোহাম্মদ তৈয়ব, বাঁশখালী পৌরসভা ছাত্রদল নেতা খালিদ বিন আবদুল্লাহ জিহান, উপজেলা ছাত্রদল নেতা বেলাল মাহমুদ, মোহাম্মদ তারেক, বাহাদুর আলম, আতিকুর রহমান, রিয়াজ উদ্দিন তারেক, মঈনুদ্দীন যায়েদ, রিয়াদুল ইসলাম রিফাত, শাহেদ তালুকদার, ইমরান হোসেন শাকিল, আবু তালেব ও মোহাম্মদ আসিফ।
এছাড়াও উপস্থিত ছিলেন বাঁশখালী ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি জাহেদ হাসান তারেক, সহ-সভাপতি তানিম, যুগ্ম সম্পাদক ফাহিম ও মিশকাতুল ইসলাম, সরকারি আলাওল ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মিনহাজ, পশ্চিম বাঁশখালী উপকূলীয় ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈমুল হাসান ও সাংগঠনিক সম্পাদক সম্রাটসহ উপজেলা ও পৌরসভা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন আবদুস সবুর।
আরও পড়ুন:








