রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

মেহেরপুরে অবৈধ ইটভাটায় অভিযান, বুলডোজারে গুঁড়িয়ে দিলো পরিবেশ অধিদপ্তর

মেহেরপুর, প্রতিনিধি

প্রকাশিত: ১ ডিসেম্বর, ২০২৫ ১৫:৪১

শেয়ার

মেহেরপুরে অবৈধ ইটভাটায় অভিযান, বুলডোজারে গুঁড়িয়ে দিলো পরিবেশ অধিদপ্তর
ছবি: সংগৃহীত

মেহেরপুরের গাংনীতে অনুমোদনহীন ২টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে দশটার দিকে গাংনী পৌর এলাকার দোয়েল ইটভাটা ও ভাটপাড়া এলাকার রিপন ইটভাটাতে এ অভিযান পরিচালনা করে গুড়িয়ে দেওয়া হয়। পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম এ অভিযানের নেতৃত্ব দেন।

এসময় পরিবেশ অধিদপ্তরের মেহরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শেখ কামাল মেহেদী, পরিদর্শক টিপু সুলতানসহ সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্য উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম বলেন, অভিযানে কাঁচা ও পোড়ানো ইট বুলডোজার দিয়ে ধ্বংস করা হয়। পাশাপাশি ইট তৈরির বিভিন্ন সরঞ্জামও নষ্ট করা হয়। ২০১৩ ও সংশোধিত ২০১৯ এর ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন অনুযায়ী এ ইটভাটার অনুমোদন না থাকায় এগুরেঅ ধ্বংশ করা হয়।



banner close
banner close