নাফরিদপুরে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক হারে বাড়ায় দ্রুত মশা নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের দাবি উঠেছে। পৌরসভা এলাকায় প্রতিদিনই নতুন রোগী শনাক্ত হওয়ার ঘটনায় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। বাসাবাড়ি, লা-নর্দমা ও পরিত্যক্ত স্থানে জমে থাকা নোংরা পানিতে মশার বংশবৃদ্ধি বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ছে।
এই অবস্থায় ফরিদপুর সদর এলাকার স্বতন্ত্র এমপি পদপ্রার্থী মোরশেদুল ইসলাম আসিফ পৌরসভার প্রশাসকের কাছে জরুরি ভিত্তিতে বিশেষ ফগিং, লার্ভিসাইড স্প্রে, ড্রেন পরিষ্কারকরণসহ প্রয়োজনীয় সব প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন। আবেদনপত্রে তিনি উল্লেখ করেন, ডেঙ্গু রোগে দরিদ্র জনগোষ্ঠী সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে এবং সময়মতো চিকিৎসা না পাওয়ায় অনেকেই মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ছে।
আসিফ মানবিক দৃষ্টিকোণ থেকে পৌরসভার উদ্যোগকে অত্যন্ত জরুরি বলে উল্লেখ করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। স্থানীয় বাসিন্দারাও দ্রুত অভিযান শুরুর দাবি জানিয়েছেন।
আরও পড়ুন:








