ফরিদপুরের ভাঙ্গায় পিকআপ ভ্যান ও কভার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক ফল ব্যবসায়ী প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন দুই গাড়ির চালক। সোমবার (১ ডিসেম্বর) সকালের দিকে ফরিদপুর–বরিশাল মহাসড়কে ভাঙ্গা উপজেলা পশুসম্পদ ট্রেনিং ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চগড় থেকে কমলা নিয়ে ভাঙ্গার দিকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে ফরিদপুরগামী কভার ভ্যানটির সরাসরি সংঘর্ষ হয়। ধাক্কায় পিকআপটি রাস্তার পাশে খাদে পড়ে যায় এবং সেখানে থাকা ফল ব্যবসায়ী ঘটনাস্থলেই মারা যান।
নিহত ব্যক্তির নাম মধু উল্লাহ। তিনি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ধোপাখালি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। আহত দুই চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। খাদে পড়ে যাওয়া পিকআপ উঠানোর জন্য ক্রেন ব্যবহার করা হয়। প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় মহাসড়কের দুই পাশে চার কিলোমিটারের মতো যানজটের সৃষ্টি হয়, পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার সাব-ইন্সপেক্টর মামুন জানান, পিকআপ ও কভার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনা সত্য। পিকআপটি উদ্ধার শেষে সড়ক চলাচল স্বাভাবিক করা হয়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন:








