জয়পুরহাটের আক্কেলপুরে চার বছর বয়সী এক শিশু কে হত্যার অভিযোগ উঠেছে তার সৎ মা জাহানারা বেগমের বিরুদ্ধে।
রবিবার আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নের গিলাকুড়ী গ্রাম এ ঘটনা ঘটে । খবর পেয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে আক্কেলপুর থানা পুলিশ। তবে এই ঘটনাকে নিছক মৃত্যু নয়, বরং হত্যাকাণ্ড বলে দাবি করছেন স্থানীয়রা। এসময় জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির সৎ মা আটক করে পুলিশ।
জানা গেছে, শিশু নাঈমের জন্মের এক বছরের মাথায় তার আপন মা মারা যায় । তার কিছু দিন পর নাঈমকে লালন পালন করার জন্য জাহানারা বেগমকে বিয়ে করেন নাঈমের বাবা খলিলুর রহমান।
নিহত শিশুটির স্বজনদের দাবি, সকালে শিশু নাঈম তার সৎ মায়ের কাছে ভাত খেতে চায়। তখন শীল পাটার দিয়ে মাথায় আঘাত করে পরে তাকে বাতরুমে রেখে আসে । কিছুক্ষন পর স্থানীয়রা দেখতে পেয়ে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল থেকে শিশুটির মরদেহ বাড়িতে নিয়ে আসলে সৎ মাকে এলাকাবাসী আটকে রেখে পুলিশকে খবর দেয়।
এবিষয়ে শিশুটির সৎ মা জাহানারা জানান , নিহত নাঈমসহ তার তিনটি বাচ্চা। ছোট বাচ্চার রাতে ঘুম হয়নি এজন্য খাবার খাওয়াইয়ে ঘুমিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন তিনি। এসময় দুজনেই ঘুমিয়ে পড়েন। নাঈম সহ তার মেয়ে টিভি দেখে। ঘুম থেকে উঠার পর নাঈমকে দেখতে আন পেলে তাঁর মেয়ে জান্নাতি কে জিজ্ঞেস করে এবং মেয়েটি বলে বাথরুমে আছে তখন তাঁর সৎ মা বাথরুমে গিয়ে নাঈম এর মৃতদেহ উদ্ধার করে।
এবিষয়ে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ জানান, শিশুটির শরীরে চিহ্ন রয়েছে এ ঘটনায় তার সৎ মা কে থানায় নিয়ে আসা হয়েছে, তার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হবে ।
আরও পড়ুন:








