ছবি: সংগৃহীত
ঢাকা থেকে ছেড়ে আসা "লিটন ট্রাভেলস" পরিবহণের চাকায় মাথা পিষ্ট হয়ে নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের সাতমাইল (আমতলা) নামক স্হানে ৩০ নভেম্বর সন্ধ্যা ৭:১০টার সময় হালিমা খাতুন (৬০) নামে এক নারীর ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত হালিমা ঝিকরগাছা উপজেলার বড় পোদাউলিয়া গ্রামের মতি দফাদারের স্ত্রী এবং সাতমাইল এলাকার রাজ্জাকের বোন। বাসটি নাভারণ হাইওয়ে থানা পুলিশের হেফাজতে আছে। বাসটির চালক, সুপারভাইজার ও হেলপার পলাতক আছে। নিহতের স্বজনরা জানান, তারা মামলা করতে আগ্রহী নন।
আরও পড়ুন:








